যুক্তরাষ্ট্রে করোনায় ১০ লাখ মানুষের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, মৃতের এ সংখ্যা সান ফ্রান্সিসকো কিংবা সিয়াটলের পুরো জনসংখ্যার চেয়ে বেশি। এ ছাড়া, মৃত্যুর হিসাবে প্রতি ৩২৭ মার্কিনির মধ্যে একজন কোভিড মহামারিতে মারা গেছেন।
২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন কোভিড-১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে তখন যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩৬৫ জন। এর পরের কয়েক মাসে প্রাণঘাতী এ ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের মতো ঘনবসতির শহর এলাকার জেরে যুক্তরাষ্ট্রের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে এ ভাইরাস।
২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রে মৃতের পরিমাণ ছাড়িয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত মোট মার্কিন নাগরিকের সংখ্যা। ২০২১ সালের জানুয়ারি নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনার চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় করোনাভাইরাসে। ওই সময়ে চার লাখ ৫ হাজারের বেশি মার্কিনির মৃত্যু হয় এই ভাইরাসে।
পৃথিবীর খুব অল্প কয়েকটি স্থানেই পৌঁছাতে পারেনি করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাস নিশ্চিতভাবে প্রাণ কেড়েছে অন্তত ৬৭ লাখ মানুষের। তবে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।