ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার শহরে একাধিক বিস্ফোরণ
ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার বেলগোরোদ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরের শহরটিতে বুধবার (২৭ এপ্রিল) সকালে এসব বিস্ফোরণ ঘটে।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়েচেস্লাভ গ্লাদকভ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর রাত ৩টা ৩৫ মিনিটের দিকে তিনি বিস্ফোরণের শব্দ পান এবং তার ঘুম ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি লেখার সময় আরও তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান বলেও জানান তিনি।
এর আগে চলতি মাসে রাশিয়া অভিযোগ করে বেলগোরোদে একটি তেল ডিপোতে আক্রমণ চালিয়েছে ইউক্রেন।
এই রাজ্যটিতে প্রায়ই হেলিকপ্টার টহল দেয় এবং ঘটে সহিংসতার ঘটনাও। লুহানস্ক, সামি এবং খারকিভের সীমান্ত অঞ্চলগুলোর সঙ্গে সম্পৃক্ত এটি। গত দুই মাস ধরে ইউক্রেন আগ্রাসনের ফলে ব্যাপক সংঘর্ষ হয় রুশ বাহিনী ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন অন্তত ৫০ লাখ মানুষ।
সূত্র: আল-জাজিরা