প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব

0

প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তাতে কর্মজীবনে সাফল্যের পাশাপাশি প্রযুক্তি খাতে নারীরা নেতৃত্ব দিতে পারবেন। সম্প্রতি নিজেদের ভবিষ্যত পরিকল্পনা বিনিময় করতে গিয়ে এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন প্রযুক্তি খাতে কাজ করা নারীরা।

গত ২১ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়ে গেল ‘এমপাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি’ শীর্ষক এক মতবিনিময় সভা। আয়োজন করেছিল আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস শাখার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশ নেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্বস্থানীয় বেশ কয়েকজন নারী এবং ঢাকা ও এর আশপাশের জেলার একঝাঁক নারী শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান, চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান নিপু, ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাম সারওয়ার এবং প্রকল্প পরিচালক এম আব্দুল্লাহ।

মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করা, যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারেন। প্রযুক্তির শক্তি ব্যবহার করে আমরা নারীসমাজকে ক্ষমতাশালী করতে চাই, যাতে তারা নিজেদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারে।’

ওয়াহিদ নিউটন বলেন, ‘গ্লোরি গার্লস-এর মতো উদ্যোগগুলো নারীদের প্রযুক্তিবিষয়ে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের নেতৃত্বের ক্ষমতা তৈরি করছে, যা আমাদের প্রযুক্তি খাতকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’ মো. আব্দুর রহমান নিপু বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে নারীদের সক্ষমতা অর্জন শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাবে।’

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্ল অ্যাম্বেসেডর, চাইল্ড রাইট অ্যাকটিভিস্ট ও ক্লাইমেট ক্যাম্পেইনার ফাতিহা আয়াত বলেন, ‘এই উদ্যোগটি প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং ভবিষ্যত সম্ভাবনাগুলি খুঁজে বের করার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com