গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে: নিতাই রায়
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রয়োজন বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম আয়োজিত ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এ হাল।