ইবাদাতের তাওফিক লাভের দোয়া

0

দুনিয়ার সব মানুষই চায় সে যেন সঠিক ও গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করতে পারে। আমল এবং ইবাদাত যেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহর দরবারে ইবাদাত-বন্দেগিকে কবুল করাতে যারা সর্বদা স্বচেষ্ট, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জন্য উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার মহান দরবারে কিভাবে দোয়া করলে ইবাদাত-বন্দেগি গ্রহণযোগ্য হবে। যা তুলে ধরা হলো-

উৎস : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অছিয়ত করেন যে, প্রত্যেক নামাজের পর যেন উক্ত দোয়াটি পাঠ করেন। (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

উচ্চারণ: আল্লা-হুম্মা আ’ইন্নি আ’-লা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই’বা-দাতিক। (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে সাহায্য কর যেন, আমি তোমার স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞপন করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত-বন্দেগি করতে পারি।’

অতএব উম্মাতে মুসলিমার উচিত প্রত্যেক নামাজের পর গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করার তাওফিক লাভ করতে উক্ত দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com