মস্কোতে গিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মঙ্গলবার মস্কোতে দেখা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে গুতেরেস জানান, তিনি দ্রুত যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাতে এখানে এসেছেন। তিনি বলেছেন, রাশিয়ায় তিনি এসেছেন শান্তির দূত হিসেবে।
এ ব্যাপারে গুতেরেস বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হলো জীবন বাঁচানো এবং ক্ষয়ক্ষতি কমানো।
তিনি আরও বলেন, কিন্তু রাশিয়ার মতে ইউক্রেনে কি হচ্ছে, আর ইউক্রেনে সত্যিই কি হচ্ছে সে বিষয়টি দুইরকম।
ইউক্রেনে রাশিয়ার হামলা ইউক্রেনের অখন্ডতার ওপর জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন।
জাতিসংঘের মহাসচিব আরও জানান, যত দ্রুত এ যুদ্ধ শেষ হবে তা রাশিয়া, ইউক্রেন ও এর বাইরে থাকা সকলের জন্য মঙ্গল হবে।
এছাড়া মারিউপোল নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তিনি জানান, সেখানে আটকে থাকা সাধারণ মানুষদের উদ্ধারে রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘ একসঙ্গে কাজ করতে চায়।
তিনি আরও জানিয়েছেন, মারিউপোলের বেসামরিক লোকদের বের করে নেওয়ার দায়িত্বও জাতিসংঘ নিতে চায়। এক্ষেত্রে রেডক্রসের সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ।
সূত্র: আল জাজিরা