ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে: রাশিয়া

0

রাশিয়ার সেনারা ইউক্রেনের ছয়টি ট্রাকশন সাবস্টেশন ধ্বংস করেছে যা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জন্য পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, সাবস্টেশনগুলো পশ্চিম ইউক্রেনের ক্রাসনোয়ে, দোলবুনভ, ঝেমেরিনকা, বারদিচেভ, কোভেল ও কোরোস্টেনে অবস্থিত।

জেনারেল কোনাশেনকভ জানান, সাবস্টেশন ধ্বংসের পাশাপাশি রুশ সেনারা বিমান হামলার মাধ্যমে চারটি কমান্ড সেন্টারসহ ২৭টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত মাসে বলেছিলেন, দোনবাস এলাকা থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে দেয়াটাই এখন রাশিয়ার সামনে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিতে কোন পথে অস্ত্রের চালান পাঠায় তা প্রকাশ না করলেও বিভিন্ন সময় রিপোর্ট বেরিয়েছে যে, পোল্যান্ডের মধ্যদিয়ে তারা অস্ত্র সরবরাহ করে থাকে।

ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেনকে ট্যাংক ও বিমান-বিধ্বংসী অস্ত্রসহ সাঁজোয়া যান সরবরাহ করছে।

সূত্র : পার্সটুডে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com