বিজেপি’র ভারতে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি: মার্কিন কমিশন

0

ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের শাসনামলে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন কমিশন।সোমবার (২৫ এপ্রিল) বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত এক প্রতিবেদ প্রকাশ করেছে মার্কিন কমিশন। কমিশনটি ভারতে ধর্মীয় ক্ষেত্রে অন্যায়ের জন্য আবারও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সুপারিশ করেছে।

এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে টানা তৃতীয় বারের মতো ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’-এর তালিকায় রাখার সুপারিশ করেছে। এ সুপারিশ নয়াদিল্লিকে ক্ষুব্ধ করেছে।

মার্কিন এই কমিশনের কাজ হল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত সুপারিশ করা। এটি মার্কিন সরকারের নীতি নির্ধারণ করে না।

কমিশন ২০২১ সালে ভারতে বিশেষ করে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর ‘বহু’ হামলার কথা উল্লেখ করেছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ‘একটি হিন্দু রাষ্ট্রের আদর্শিক দূরকল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টার’ কথা বলা হয়েছে।

অতীতে ভারত সরকার মার্কিন কমিশনের ফলাফলকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। সূত্র : এএফপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com