ইউক্রেন সঙ্কট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিফোনে ইউক্রেন সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার আলোচনা করেছেন। খবর সিনহুয়া’র।

তুরস্কের প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেন ইউক্রেনের মারিউপোল নগরী থেকে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়টি অবশ্যই জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ‘প্রতিদিন সেখানের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’

এদিকে জেলেনস্কি টুইটার বার্তায় বলেন এ ফোনালাপের সময় তিনি আজভতাল প্লান্টসহ মারিউপোল নগরীর বেসামরিক নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন। এ ছাড়া তিনি জরুরি ভিত্তিতে আটকে পড়া সৈন্যদের অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলেন।

দুই প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলাপ-আলোচনা প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্টের দফতর জানায়, এরদোগান বলেন, তুরস্ক মূলনীতির জামিনদার হওয়ার ইস্যুতে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে তার দেশ আলোচনা প্রক্রিয়ার জন্য সম্ভাব্য সকল সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com