ইসলামাবাদ যাত্রার ডাক, ইমরানকে পাল্টা প্রশ্ন ছুড়েছেন মরিয়ম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের রাজধানী ইসলামাবাদে ডাক দিয়েছেন। আর এই ডাকেই চটেছেন পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ইমরানের কাছে জবাব চেয়ে কয়েকটা প্রশ্ন ছুড়েছেন মরিয়ম।
মরিয়ম বলেন, ‘৮ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে তার সকরারে বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের চিঠি পেয়েও কোন ব্যবস্থা না নিয়ে ইমরান খান কেন ঘুমিয়েছিলেন?
শরীকরা জোট ছাড়ার পরই ইমরান এই ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনেছেন দাবি করে মরিয়ম প্রশ্ন করে, ‘কেন আপনি এই কূটনৈতিক চিঠি এতোদিন লুকিয়ে রাখলেন? কেন আপনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দেশীয় প্রতিনিধিদের সাথে আপনি সাক্ষাৎ করলেন?’
ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রাজনৈতিক সভা করছেন ইমরান খান। সেসব সভা থেকেই তিনি তার সমর্থকদের ইসলামাবাদ যাত্রার ডাক দিয়েছেন।
সূত্র: ডন