ভারতে বিজেপিশাসিত কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় দুই ছাত্রীর পরীক্ষায় বাধা
ভারতে বিজেপিশাসিত কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়ে পাঁচ ছাত্রী রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হিজাব পরে পরীক্ষা দিতে চাওয়ার কারণে গতকাল শুক্রবার সেই পাঁচ ছাত্রীর মধ্যে দুজনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
পরীক্ষা দিতে না পারা দুই ছাত্রী আলিয়া আসাদি ও রেশাম কর্ণাটকের উদুপি জেলার সরকারি পিইউ গার্লস কলেজের শিক্ষার্থী। গতকাল তাদের ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে তারা উদুপির বিদ্যোদয়া পিইউ কলেজ কেন্দ্রে যান। সবার পরীক্ষা শুরু হয় সোয়া ১০টায়। হিজাব পরে পরীক্ষা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন আলিয়া ও রেশাম। এ নিয়ে আলোচনায় বসে কলেজ কর্তৃপক্ষ।
৪৫ মিনিট আলোচনার পর কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীদের বলে, হিজাব পরে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরপর ওই দুই ছাত্রী হিজাব খুলবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে চলে যান।
কর্ণাটক সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আলিয়া, রেশামসহ পিইউ গার্লস কলেজের পাঁচ শিক্ষার্থী উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিলেন।
আদালত হিজাব নিষিদ্ধ নিয়ে রাজ্য সরকারের এ সিদ্ধান্ত বহাল রেখে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না। এর আগেও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সময় এক পরিদর্শক হিজাব পরে কর্ণাটকের এসএসএলসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ায় তাকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ।