জেরুসালেমের আল-আকসা মসজিদে সঙ্ঘাত, অসংখ্য ফিলিস্তিনি আহত

0

জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে সঙ্ঘাতের কারণে অসংখ্য ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার আল-আকসা মসজিদে এ সঙ্ঘাত হয় বলে সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

ফিলিস্তিনের চিকিৎসকরা বলেছেন, শুক্রবার আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের সাথে হওয়া সঙ্ঘাতের কারণে ৫৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। এসব ফিলিস্তিনি মুসল্লিরা রাবার বুলেটে আহত হয়েছেন। এছাড়া আরো অনেক ফিলিস্তিনি (টিয়ার গ্যাসের কারণে) শ্বাসকষ্টে ভুগছিলেন। আল-আকসা মসজিদে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর তাণ্ডবের কারণে এ ঘটনা ঘটে।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, জেরুসালেমে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর রাবার বুলেটের কারণে ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার আল-আকসা মসজিদে হওয়া সঙ্ঘাতের বিষয়ে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, গত মাস থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইলে যে ক্রমবর্ধমান সঙ্ঘাত চলছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

তবে রমজান মাসে জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে হওয়া সঙ্ঘাতের মধ্যেও সেখানে দেড় লাখ ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন।

সূত্র : আরব নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com