ফ্রান্সে কাল ভোট, লড়াইয়ে দু’জন : ম্যাক্রোঁ ও মেরিন লে পেন

0

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট রোববার অনুষ্ঠিত হবে। শনিবার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং চরম ডানপন্থী মেরিন লে পেন তাদের নির্বাচনী প্রচারণা ও প্রস্তুতি শেষ করেছেন। এর আগে গত ১০ এপ্রিল প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়।

রোববারের ভোট শেষে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর এ দুজনের কে দেশ শাসন করতে যাচ্ছেন।

বিভিন্ন জরিপে রোববারের রান-অফ ভোটে ম্যাক্রোঁর পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশী বলে জানা গেছে। জনপ্রিয়তার বিচারে এমন ইঙ্গিত রয়েছে যে তিনি পেনের বিরুদ্ধে এক-দফা নির্বাচনী বিতর্কে ভালো পারফরমেন্সের মাধ্যমে নিজের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করেছেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং তার মিত্ররা গত সপ্তাহে জোর দিয়ে বলেন যে, ২০১৬ সালের ভোটে ফলাফল ব্রিটেনের ব্রেক্সিট এবং ডোনাল্ড ট্রাম্পের উত্থানের ফলে ফ্রান্সে যে ধাক্কা এসেছিল তা এড়াতে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনে লে পেন বিজয়ী হলে সেটি হবে ইউরোপের জন্য একটি বড় শকওয়েভ। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ বামপন্থী ইইউ নেতারা ম্যাক্রোঁকে বেছে নেয়ার জন্য ফ্রান্সের জনগণের কাছে অনুরোধ করেছেন।

এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনে লে পেন বিজয়ী হলে তিনি হবেন আধুনিক ফ্রান্সের প্রথম চরম দক্ষিণপন্থী নেতা এবং নারী প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ নির্বাচিত হলে তিনি হবেন দুই দশকের মধ্যে প্রথম পুনরায় নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট।

ম্যক্রোঁ নির্বাচিত হলে প্রতীকী ভঙ্গিতে মধ্য প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে চ্যাম্প ডি মার্সে সমর্থকদের সামনে ভাষণ দেবেন।

ফ্রান্সের মূল ভূখণ্ডে রোববার গ্রীনিচ মান সময় ০৬০০টায় ভোট শুরু হবে এবং তা ১২ ঘণ্টা চলবে।

তবে বিশ্বব্যাপী বিস্তৃত ফরাসি অঞ্চলে ভোটাররা প্যারিস সময়ের আগে ভোট দেয়া শুরু করবে, শনিবার উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে শুরু হবে, এর পর প্রশান্ত মহাসাগর ও এরপর ভারত মহাসাগরীয় অঞ্চলে ভোট হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com