ডলার ব্যবস্থা অকার্যকর হওয়ার শঙ্কায় সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং
ডলার ব্যবস্থা অকার্যকর হওয়ার শঙ্কায় সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
বর্তমানে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা নিয়ে সতর্ক করেছেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং। এছাড়া অল্প সময়ের মধ্যে জোর করে ডলার ব্যবস্থা অকার্যকর করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার ভারতের ইংরেজি পত্রিকা ‘দ্যা হিন্দু’-এর মতামত বিভাগে মনমোহন সিং বলেন, রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতের মাধ্যমে বিশ্বব্যবস্থা পরিবর্তিত হওয়ার পূর্বলক্ষণ প্রকাশ পাচ্ছে।
তিনি আরো বলেন, মার্কিন মুদ্রা ডলার বর্তমানে বৈশ্বয়িক মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে ডলারকে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে। এটা অন্য দেশগুলোর জন্য এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু অল্প সময়ের মধ্যে জোর করে ডলার ব্যবস্থা অকার্যকর করার পর, দ্বিপক্ষীয়ভাবে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার মাধ্যমে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্র : আনাদোলু এজেন্সি