রাশিয়ায় পুতিন, ইউক্রেনে জেলেনস্কির সাথে বৈঠক জাতিসঙ্ঘ মহাসচিবের

0

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে মস্কো সফরের পর তিনি কিয়েভ যাবেন।

শুক্রবার জাতিসঙ্ঘ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাতিসঙ্ঘের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস দুই দিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাৎ করবেন- এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

জাতিসঙ্ঘ ফের উদ্যোগ গ্রহণের প্রচেষ্টায় গুতেরেস সরাসরি সাক্ষাৎ করার ব্যাপারে এ দুই প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে এ সপ্তাহে চিঠি পাঠান।

এই যুদ্ধের কারণে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া।

চীন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।

মঙ্গলবার পাঠানো চিঠিতে গুতেরেস এ যুদ্ধের অবসানে দ্রুত সংলাপের আহ্বান জানান।

মুখপাত্র স্টিফান দুজারিক এ সপ্তাহে বলেন, ‘সবচেয়ে বড় এই সঙ্কটের সময়ে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে জরুরি বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি আলোচনা করবেন।’

গুতেরেস যুদ্ধ শুরুর পর জেলানস্কির সাথে তেমন যোগাযোগই করেননি। কেবলমাত্র ২৬ মার্চ তিনি একবার ইউক্রেন প্রেসিডেন্টকে টেলিফোন করেন।

এ আগ্রাসন জাতিসঙ্ঘ সনদেও লঙ্ঘন জাতিসঙ্ঘ মহাসচিব এমন কথা বলার পর থেকে পুতিন গুতেরেসের ফোন কল ধরেননি বা তার সাথে তিনি কোনো যোগাযোগ করেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com