তীব্র বাধার মুখেও আল আকসায় দেড় লাখ মুসুল্লির জুমা আদায়

0

ইসরাইলি বাহিনীর তীব্র বাধা ও হামলা উপেক্ষা করে মুসলিমদের প্রথম কিবলাখ্যাত ফিলিস্তিনের মসজিদুল আকসায় দেড় লাখ মুসুল্লি জুমা আদায় করেছেন।

স্থানীয় সময় শুক্রবার পবিত্র রমজানের তৃতীয় জুমায় ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদে মুসুল্লিদের ব্যাপক ঢল নামে বলে জানায় তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের অধিকৃত আল কুদসের (জেরুজালেম) ইসলামিক ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিবও বিষয়টি নিশ্চিত করেন।

গত কয়েক দিন যাবত ইসরাইলি সৈন্যরা মসজিদুল আকসার অভ্যন্তরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারও ফিলিস্তিনি মুসুল্লি ও দখলদার পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইসরাইল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আল কুদসের পুরাতন শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে তারা।

তবে ইসরাইলের জননিরাপত্তা মন্ত্রী ওমর বারলেভ দাবি করেন, ‘তার দেশ ইসরাইল রমজানে মুসলিমদের ইবাদতের স্বাধীনতা দিতে কাজ করছে।’

এদিকে আজ জুমার নামাজের খুতবায় খতিব শায়খ ইউসুফ আবু সাফিনাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের অন্যতম পবিত্র মসজিদে ইসরাইলি বাহিনীর এরূপ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com