অসুস্থ স্বামীর সেবায় পদ ছাড়লেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

0

মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এমনটাই জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের

সোফি বলেছেন, এই কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারে আমার ভূমিকায় প্রভাব ফেলবে। যে কারণে তিনি সরকারি দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। বর্তমানে তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালণের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com