পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসতে চান গুতেরেস

0

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।
জাতিসংঘের এক মুখপাত্র বুধবার এ কথা জানিয়েছেন।

মুখপাত্র স্টিফেন দুজারেক জানান, যুদ্ধ আরো তীব্র রূপ নেয়ায় গুতেরেস ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকের এ অনুরোধ জানান।

গুতেরেস যুদ্ধ বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন। দুজারিক বলেন, ভয়ংকর এই দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সাথে ২৬ মার্চ একবার মাত্র গুতেরেসের কথা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লংঘন– গুতেরেসের এমন মন্তব্যের পর থেকে পুতিনের সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com