পুতিন-সৌদি যুবরাজ ফোনালাপ কী নিয়ে?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শনিবার ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি-স্পার বরাতে এখবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
এই ফোনালাপে চলমান ইউক্রেন ও ইয়েমেন সঙ্কট নিয়ে আলোচনা করেছেন পুতিন ও সৌদি যুবরাজ। এসময় ইউক্রেন সঙ্কট সমাধানে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ওপেকসহ নানা ইস্যুতে কাজ করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স।
সূত্র: আরব নিউজ