পাকিস্তানকে যেভাবে শাসিয়েছে তালেবান!

0

পাকিস্তানের রকেট হামলায় শনিবার ভোরে আফগানিস্তানের পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। এই ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারী দিয়েছে কাবুল।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘ইসলামিক আমিরাত আফগানিস্তান পাকিস্তানের ভূখণ্ড থেকে চালানো এই হামলা ও আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে। এটা নিষ্ঠুর ঘটনা। এই ঘটনা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ খুলে দেবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা সবধরনের ব্যবস্থা নেব। আমাদের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।’

এই তালেবান মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কারও জন্য সুফল বয়ে আনবে না। এটা এই অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হবে।’

এই হামলার প্রতিবাদে শনিবার বিকেলে পাকিস্তান সীমান্ত ঘেঁষা আফগান প্রদেশ খোস্তের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে। এসময় তারা পাকিস্তান বিরোধী স্লোগানও দেয়।

যদিও ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গীরা।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com