পশ্চিমবঙ্গে হবে হনুমান তীর্থস্থান, বসানো হবে বড় মূর্তি: মোদি
ভারতে তৈরি হচ্ছে হনুমানের চারধাম। তিনটি ধামের (তীর্থস্থান) জায়গা আগেই নির্ধারণ করা হয়েছিল। এবার চতুর্থটির জন্য বেছে নেয়া হলো পশ্চিমবঙ্গকে।
শনিবার গুজরাটের মরাবিতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।
তিনি জানান, ‘হনুমানজি চারধাম প্রকল্প’ অনুযায়ী বাংলায় বিশাল হনুমান মূর্তিও বসানো হবে। তৈরি হবে নতুন তীর্থক্ষেত্র।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে একই রকম মূর্তি বসবে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, প্রথমে শিমলায়ে তৈরি হয় হনুমান ধাম। শনিবার দ্বিতীয় মূর্তির উন্মোচন হলো গুজরাটে। তামিলনাড়ুর রামেশ্বরমে সেই মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।। এর পরে পশ্চিমবঙ্গ। তবে বাংলার কোথায় সেই হনুমান-তীর্থ গড়ে উঠবে তার উল্লেখ করা হয়নি।
হিমাচল প্রদেশের শিমলায় অনেক আগেই তৈরি হয় বিশাল হনুমান মূর্তি। মোদি প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে ২০১০ সালে উন্মোচন হয় মূর্তির। দ্বিতীয় মূর্তিটি হলো গুজরাটের মরাবিতে বাপু কেশাবনন্দজির আশ্রমের পাশেই। ২০১৮ সাল থেকে তৈরি হওয়া মূর্তিটি বানাতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে উন্মোচন করেন মোদি। এর পরেই তিনি বলেন, ‘আমি যা জেনেছি তাতে, আগামী দিনে এমন মূর্তি তৈরি হবে রামশ্বরম এবং পশ্চিমবঙ্গে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা