পাকিস্তানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে হামজা ও পারভেজের লড়াই
আজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে হামজা শাহবাজ ও পারভেজ এলাহির মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছে। লাহোর হাইকোর্টের নির্দেশে শনিবার পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় এ নির্বাচন হতে যাচ্ছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রতিদ্বন্দ্বী দলগুলোর তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখানে নতুন মুখ্যমন্ত্রী নিয়োগের জন্য নির্দেশ দেয় লাহোর হাইকোর্ট। পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারির সভাপতিত্বে এ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে।
পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে হামজা শাহবাজ ও পারভেজ এলাহির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। পিএমএল-এন ও ইমরানবিরোধী দলগুলোর পক্ষ থেকে হামজা শাহবাজ এ নির্বাচনে দাঁড়িয়েছেন। অপরদিকে পিএমএল-কিউ দলের পারভেজ এলাহি দাঁড়িয়েছেন ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থনে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ দু’সপ্তাহ ধরে খালি। পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করার পর মুখ্যমন্ত্রীর পদ খালি হয়।
সূত্র : জিও নিউজ