ইইউ’র ১৮ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পদক্ষেপের জের ধরে ইইউ’র ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার এই বহিষ্কারাদেশের আগে গত ৫ এপ্রিল বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’
এই ঘটনার প্রতিবাদে অবশেষে জবাব দিল মস্কো। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল তা ইইউ’র কারণেই ধ্বংসের পথে। বহিষ্কৃতি ১৮ কূটনীতিককে দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপে দুঃখ প্রকাশ করেছে মস্কোর ইইউ দূতাবাস। শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে ‘প্রতিশোধমূলক’ ও ‘ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেছে দূতাবাস। সূত্র: রয়টার্স