আরও ঋণ চায় শ্রীলঙ্কা
তীব্র অর্থনৈতিক সংকটে নাকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনও চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে ৪০০ কোটি ডলার ঋণ সহায়তার জন্য আইএমএফসহ বিভিন্ন সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার। এ নিয়ে দেনদরবার করতে যুক্তরাষ্ট্রে যাবে শ্রীলঙ্কার প্রতিনিধি দল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি বছর শ্রীলঙ্কার ৮৬০ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধের কথা ছিল। তবে আপাতত এ অর্থ পরিশোধ করা হবে না বলে সম্প্রতি সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এ ছাড়া দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।
আইএমএফের সঙ্গে ১৮ এপ্রিল বৈঠক শুরুর আশা করছে শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সাবরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সেখানে যত দ্রুত সম্ভব ঋণপ্রাপ্তির বিষয়ে জোর দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলী সাবরি।