‘বাল্টিক অঞ্চলে রাশিয়ার হুমকি নতুন কিছু নয়’

0

বাল্টিক অঞ্চলে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির হুমকি নিয়ে মন্তব্য করেছে লিথুয়ানিয়া। দেশটির প্রধানমন্ত্রী ইনগ্রিদা সিমোনিয়েতে বলেন, পারমাণবিকসহ বাল্টিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো রুশ হুমকি ‘নতুন কিছু নয়’।

ন্যাটো সদস্য ও রুশ মিত্র বেলারুশের সীমান্তবর্তী পূর্ব ইউরোপীয় দেশ লিথুয়ানিয়া। ইউক্রেনে রুশ হামলার জেরে কিছুটা আতঙ্ক বিরাজ করছে দেশটির সাধারণ মানুষের মধ্যে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে লিথুয়ানিয়ার। বাল্টিক সাগরে অবস্থিত রুশ ছিটমহল কালিনিগ্রাদের সঙ্গেও সীমান্ত রয়েছে দেশটির।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সিমোনিয়েতে সাংবাদিকদের উপস্থিতিতে লিথুয়ানিয়া প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যালিনিনগ্রাদ একটি সামরিক অঞ্চল, বহু বছর ধরে এবং এটি বাল্টিক অঞ্চলে’।

সূত্র: আল জাজিরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com