‘বাল্টিক অঞ্চলে রাশিয়ার হুমকি নতুন কিছু নয়’
বাল্টিক অঞ্চলে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির হুমকি নিয়ে মন্তব্য করেছে লিথুয়ানিয়া। দেশটির প্রধানমন্ত্রী ইনগ্রিদা সিমোনিয়েতে বলেন, পারমাণবিকসহ বাল্টিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো রুশ হুমকি ‘নতুন কিছু নয়’।
ন্যাটো সদস্য ও রুশ মিত্র বেলারুশের সীমান্তবর্তী পূর্ব ইউরোপীয় দেশ লিথুয়ানিয়া। ইউক্রেনে রুশ হামলার জেরে কিছুটা আতঙ্ক বিরাজ করছে দেশটির সাধারণ মানুষের মধ্যে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে লিথুয়ানিয়ার। বাল্টিক সাগরে অবস্থিত রুশ ছিটমহল কালিনিগ্রাদের সঙ্গেও সীমান্ত রয়েছে দেশটির।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সিমোনিয়েতে সাংবাদিকদের উপস্থিতিতে লিথুয়ানিয়া প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যালিনিনগ্রাদ একটি সামরিক অঞ্চল, বহু বছর ধরে এবং এটি বাল্টিক অঞ্চলে’।
সূত্র: আল জাজিরা।