রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা হবে?

0

প্রশ্ন : রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজার বিধান কি?
উত্তর : নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এটি অ্যারোসল জাতীয় একটি ওষুধ; যা হার্টের রোগীদের এভাবে ব্যবহার করানো হয় যে, দু-তিন ফোঁটা ওষুধ জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। এতে সেই ওষুধ যদিও শিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায়, তারপরও ওষুধের কিছু অংশ গলায় পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তাতে রোজা ভেঙে যাবে। আর এর মধ্যেই রয়েছে সতর্কতা।

তবে যদি ওষুধটি ব্যবহারের পর না গিলে থুতু দিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে রোজা ভাঙবে না। কেননা, শুধু শিরার মাধ্যমে কিছু ঢুকলে রোজা ভাঙে না।

(ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান : ৩২৫)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com