‘বিশ্বের প্রায় সব মানুষই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে’
বিশ্বের প্রায় সব মানুষই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বিশ্বের ৯৯ শতাংশ মানুষ মারাত্মকভাবে দূষিত বায়ুতে শ্বাস নেয়। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই বাতাসের খারাপ মানকে দায়ী করেছে সংস্থাটি।
সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এখন এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মানকে ছাড়িয়ে গেছে।
নিরা আরো বলেন, এটা একটা প্রধান জনস্বাস্থ্য সমস্যা। চার বছর আগের প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি বায়ুদূষণের কারণে ক্ষতিগ্রস্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বায়ুদূষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রমাণের ভিত্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বায়ুদূষণকারী এমনকি নিম্নস্তরের দূষণের কারণেও উল্লেখযোগ্য ক্ষতিসাধন করছে।
গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।
সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার বলছে, বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য হুমকি। প্রত্যেক বছর বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে বায়ু দূষণের কারণে।