পুতিন একজন যুদ্ধাপরাধী, নৃশংস: বাইডেন

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন হামলার কারণে আবারও যুদ্ধাপরাধী বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৪ এপ্রিল) বাইডেন জানান, তিনি আন্তর্জাতিক ভাবে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের আহ্বান জানাবেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘বুচায় যা ঘটছে সেটি ভয়ানক, আপনারা তা দেখেছেন। এই লোকটি নৃশংস।

সারা ইউক্রেনে রুশ বাহিনী তাণ্ডব চালিয়েছে তবে তার মধ্যে বুচা উল্লেখ যোগ্য শহর একটি। সেখান থেকে রুশ বাহিনী পিছু হটার পর দেখা যায় শহরটিতে হাত-বাঁধা লাশের ছড়াছড়ি। এর পরই বাইডেন রিপোর্টারদের এমন মন্তব্য করলেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি বুচায় যা ঘটেছে তা অবশ্যই যুদ্ধাপরাধ। পুতিনকে এজন্য জবাবদিহি করা উচিত।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন।

কি ধরনের নিষেধাজ্ঞা দিতে পারেন রিপোর্টারের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি আপনাদের জানাবো।

গত ১৬ মার্চ বাইডেন রুশ প্রিসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী বলেনও বুচা নিয়ে তিনি এই কথা পুনর্ব্যক্ত করেন।

দ্য গার্ডিয়ান, সিএনবিসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com