পরীক্ষার হলে নকল ধরায় চবি শিক্ষককে মারধর ও বিভাগ ভাঙচুরের হুমকি ছাত্রলীগকর্মীর

0

পরীক্ষার হলে নকল ধরাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষককে মারধর ও বিভাগ ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে রাজু মুন্সি নামে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক নাট্যকলা বিভাগের প্রভাষক তানভীর হাসান মিথুন। অভিযুক্ত রাজু মুন্সি চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের নেতৃত্ব দেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষক তানভীর হাসান বলেন, ‘আমি কিছুদিন আগে বাংলা বিভাগে গেস্ট টিচার হিসেবে পরীক্ষার হলে ডিউটি করতে গিয়ে এনজয় বড়ুয়া নামে এক শিক্ষার্থীকে নকল করার কারণে বহিষ্কার করি। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করে বাংলা বিভাগের পরীক্ষা কমিটির হাতে তুলে দিই। কিন্তু এরপর ওই ছেলে আমাকে ফোন দিয়ে তার আর্থিক দুরবস্থার কথা জানালে আমি নিজেই গিয়ে বাংলা বিভাগের শিক্ষকদের কাছে তার অবস্থার কথা তুলে ধরি।’

তিনি আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে হঠাৎ ছাত্রলীগকর্মী রাজু মুন্সি আমাকে কল দিয়ে ওই ছেলের (এনজয় বড়ুয়া) বরাত দিয়ে হুমকি দেয়। রাজু মুন্সি বলে, সেই নাকি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে। সে আমাকে মারার সুপারিশ পেয়েছে বলে হুমকি দেয়। ক্যাম্পাসে গেলে সে আমাকে মারবে। আমার বিভাগেও ভাঙচুর চালাবে বলে জানায়। আমি তার সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে আমাকে সে প্রশাসনিক ভবনের সামনে আসতে বলে। আমি ওখানে গেলে রাজু মুন্সি, এনজয় বড়ুয়াসহ কয়েকজন এসে একই রকম হুমকি-ধামকি দিতে থাকে। পরবর্তীতে আমি দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে আসি এবং প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com