তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে দেওয়া টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’ খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
অন্যদিকে পাকিস্তানের ভেঙে যাওয়া পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ স্থানীয় রোববার বলেছেন, আগামী ১৫ দিন ইমরান খান ক্ষমতায় থাকতে পারবেন।
প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা পর এ বক্তব্য দেন রশিদ।
রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসেম খান সুরি।
কিন্তু বিরোধীরা ডেপুটি স্পিকারের এ সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও ঘোষণা করেন তারা।
নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি পিএমএল-এনের অপর নেতা আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে রোববার এক টুইটবার্তায় জানিয়েছেন পাকিস্তানের অন্যতম বিরোধী দল পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) আইনপ্রণেতা শেরি রেহমান।
এমনকি রোববার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর ডেপুটি স্পিকার কাসেম খান সুরির বিরুদ্ধে উচ্চ আদালতের প্রস্তুতিও নেওয়া শুরু করেন বিরোধীরা।
সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েও দিয়েছেন তথ্যমন্ত্রী ফারুক হাবিব।
তবে বিরোধীরা ডেপুটি স্পিকার সুরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা আবেদনে উল্টো ডেপুটি স্পিকারের পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করে এর প্রতিকার চেয়েছেন। আজ সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা।