ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষ নিহত ১৪০০: জাতিসঙ্ঘ

0

ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা প্রায় ৩৫০০ বলে জানিয়েছে জাতিসঙ্ঘ মানবাধিকার সংস্থা। এর মধ্যে রাশিয়ার হামলায় ১৪০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৪০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ২০০০ জনের বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে এখন হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৫ জনে। খবর বিবিসি’র।

তবে হতাহতের আসল সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা করেছে জাতিসঙ্ঘ। তাদের মতে, সব থেকে বেশি হতাহতের তথ্য পাওয়া গেছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে। সেখানে দনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ হয়েছে ভয়াবহ ধরনের।

রুশপন্থী বিদ্রোহীরা সেখানে ইউক্রেনের বাহিনীর সাথে লড়ছে। রুশ ভাড়াটে সেনাদেরও এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমাদের ধারণা, রাশিয়া এখন শুধু এই ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাবে। সমগ্র ইউক্রেনের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা আপাতত বাদ দিয়েছে তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com