‘সরকার পবিত্র রমজান মাসেও হাজার হাজার নিরাপরাধ আলেমদের কারান্তরীন করে রেখেছে’
রমজানের শুরুতেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী-সহ সকল আলেম ওলামাদের মুক্তির দাবী জানিয়ে বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী জুলুমবাজ সরকার পবিত্র রমজান মাসে হাজার হাজার নিরাপরাধ আলেম ওলামাকে মিথ্যা ও হয়রানীমুলক মামলায় কারান্তরীন করে রেখেছে। তিনি অবিলম্বে পবিত্র রমজানের শুরুতেই আল্লামা সাঈদী, মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা আমির হামজা ও আল্লামা জুনায়েদ আল হাবিব-সহ সকল ওলামায়ে কেরামদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
গতকাল তিনি জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত প্রতিকি অনশন কর্মসুচীতে সংহতি জানিয়ে বলেন, নির্বাচনের আগে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের যে ধারণা দিয়েছেন, আমরা তা পূর্ণাঙ্গভাবে সমর্থন ও স্বাগত জানায় বাংলাদেশের লেবার পার্টি। যে নামেই হউক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোন বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেই জাতীয় সরকার হবে।