পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন: যুক্তরাজ্য
ইউক্রেন সামরিক অভিযান শুরু করে পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ‘স্কাই নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর বিবিসির।
তিনি বলেন, রুশ বাহিনী আর আগের মতো নেই। পুতিনের সেনাবাহিনী এখন ক্লান্ত। এ অভিযানে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার এ বিশাল বাহিনীর খ্যাতি নষ্ট করা হয়েছে। আসলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন পুতিন।
বেন ওয়ালেস বলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে যা করছেন তাকে শুধু এর পরিণতি নিয়েই বাঁচতে হবে না, বরং তিনি তার নিজের সেনাবাহিনীর সঙ্গে যা করেছেন তার পরিণতিও তাকে ভোগ করতে হবে।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। এ যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৪০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।