ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে যা বললেন শহিদ আফ্রিদি

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে তার পদ হারানোর শঙ্কা আছে। এমন সময়ে এ অনাস্থা ভোট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মন্তব্য, অন্তত একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদ সম্পূর্ণ করতে দেয়া হোক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে শহিদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে লিখেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৪ বছর চলছে। আল্লাহর দোহাই, অন্তত একটি নির্বাচিত সরকারকে তাদের সাংবিধানিক মেয়াদ সম্পূর্ণ করতে দিন।’

এর মাধ্যমে শহিদ আফ্রিদি মূলত ইমরান খানের সরকারকে সমর্থন করলেন। তার মতে, ৭৪ বছর ধরে যা চলছে তা শোধরাতে সময় লাগবে।

ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এমন সময়ে এ মন্তব্য করলেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে বিরোধী দলগুলো। রোববার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান। এ অনাস্থা ভোটের ফলে ইমরান খানের পতনেরও শঙ্কা আছে।

সূত্র : জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com