নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

0

রাজধানীর ওয়ারী জয়কালী মন্দিরের সামনে কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ আন্দোলন নামে।

এসময় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে- আমার মা মরল কেন বিচার চাই? আর কত নিরীহ প্রাণ রাস্তায় ঝরবে, উই ওয়ান্ট জাস্টিস; ওই ওন্ট জাস্টিস, আমার মা মরল কেন প্রশাসন জবাব চাই, রাস্তায় আর কত রক্ত ঝরবে, প্রাণ দিয়ে কেনা দেশ যখন প্রাণের দাম দিতে ভুলে যায়। তখন আমরা শহীদ ভাইবোন মা-বাবার প্রাণের অসম্মান করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক মা সাবিনা ইয়াসমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com