রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মানবিক অস্ত্রবিরতি পালনের প্রচেষ্টা চালাচ্ছে জাতিসঙ্ঘ
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, এ আন্তর্জাতিক সংস্থা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি মানবিক অস্ত্রবিরতি পালনের প্রচেষ্টা চালাচ্ছে।
প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের এক মাস পর বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় সংস্থাটি এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গুতেরেস সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনে মানবিক অস্ত্রবিরতি পালনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে দ্রুত সম্ভাব্য চুক্তি ও ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাতে জাতিসঙ্ঘ মানবিক প্রধান মার্টিন গ্রিফিথসকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে যে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।
৪ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশ ইউক্রেনে খাদ্য শেষ হয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী, দেশটির ৪৫ শতাংশ মানুষই যথেষ্ট খাদ্যের সন্ধান পাওয়ার বিষয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থাটিকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে ডব্লিউএফপি।
মুখপাত্র টমসন ফিরি বলেন, দেশটির অভ্যন্তরে আটকে থাকা কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছানোর ব্যবস্থাটি ভেঙে পড়ছে।