ভারতে মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘট

0

কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে ভারতের বামপন্থীসহ বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আজ সোমবার (২৮ মার্চ) থেকে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। দেশজুড়ে ধর্মঘট ডাকা হলেও পশ্চিমবঙ্গে তা প্রতিহত করতে সার্বিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলেছে, এই ধর্মঘটে কোনো সরকারি অফিস বন্ধ রাখা চলবে না।

অর্থসচিব মনোজ পন্থ ওই বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, নিকট আত্মীয়ের মৃত্যু, চাইল্ড কেয়ার লিভ, ২৫ মার্চের আগে ছুটিতে থাকা, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল বা আর্নড লিভ নেওয়া থাকলে তবেই তাদের ছুটি গ্রাহ্য করা হবে। অন্যথায় নয়। ফলে এই ধর্মঘটের কারণে কেউ উপস্থিত না হলে কাটা যাবে দুই দিনের বেতন। অফিসে না আসা কর্মীদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

মূলত, কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতিসহ অন্য জনবিরোধী নীতির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ সকাল ৬টা থেকে শুরু হবে এই সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের জেরে গোটা দেশের ট্রেন, বাস চলাচল বন্ধ থাকতে পারে।

তবে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে কলকাতায় বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে মোটরসাইকেল মিছিল হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com