রাশিয়ান সংস্কৃতি বাতিল করতে চায় পশ্চিমারা: দাবি পুতিনের

0

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভবিষ্যত করণীয় ঠিক করতে ইউরোপ সফরে গেছেন। পোল্যান্ডে তিনি ইউক্রেনীয় শরণার্থীদের সাথেও দেখা করবেন।

ঠিক সেই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়ার সংস্কৃতি নষ্ট করতে চায়।

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে ভিডিও বৈঠকে পুতিন বলেন, আজ তারা আমাদের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি নষ্ট করতে চায়।

এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, এই জোট থেকে রাশিয়াকে বাদ দিলে ভয়ংকর কোনো পরিস্থিতিতে পড়বে না দেশটি।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ শুক্রবার বলেছেন, জি-টোয়েন্টি গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই জোটের অধিকাংশ দেশই আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে নেমেছে। তাই ভয়ংকর কিছু ঘটছে না।

পেশকভ আরও বলেন, আমেরিকা আর ইউরোপের বাইরেও বড় একটা জগত পড়ে আছে। রাশিয়াকে একঘরে করে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে।

সূত্র: বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com