রাশিয়াকে সহযোগিতার বিষয়ে চীনকে ফের যুক্তরাষ্ট্রের সতর্কতা

0

রাশিয়ার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট ব্যবসায়িক সুযোগের সুবিধা নেয়ার বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন চায় চীনকে নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া থেকে দূরে রাখতে। মস্কোকে রফতানি বিধিনিষেধ এড়ানো ও আর্থিক লেনদেনে দেয়া নিষেধাজ্ঞা এড়াতে সাহায্যের ক্ষেত্রে চীনকে তারা সাবধানও করেছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেইনে হামলার প্রতিক্রিয়ায় আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়া যেন চীন বা অন্য কোনো দেশের সাহায্য নিয়ে এড়াতে না পারে তা নিশ্চিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শিগগিরই ঐক্যবদ্ধ পদক্ষেপের ঘোষণা দিতে যাচ্ছে।

প্রেসিডেন্ট বাইডেন যে বিমানে করে ব্রাসেলসে ন্যাটোর জরুরি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন, সেই এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে সুলিভান বলেন, ‘এটা কেবল সুনির্দিষ্টভাবে চীনের ক্ষেত্রেই নয়, গুরুত্বপূরণ সব অর্থনীতির দেশের ক্ষেত্রেই প্রয়োগ হবে; কোনো দেশ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা অন্যা কোনো উপায়ে নিষেধাজ্ঞাকে খাটো বা দুর্বল করার চেষ্টা করে, তাহলেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।’

ইতোমধ্যে চীনকে এ বার্তা দেয়া হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের দেশগুলো পৃথকভাবে একই কথা বলবে বলে আমাদের আশা।’ কয়েকদিন আগে বাইডেনের সাথে ভিডিও কলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হওয়ার পর বেইজিং রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছিল। ‘নির্বিচারে দেয়া নিষেধাজ্ঞা কেবল জনগণের ভোগান্তিই বাড়াবে’, বলেছিল দেশটি। ইউক্রেন সঙ্কট নিয়ে উত্তেজনা আর বাড়ানো উচিত হবে না বলেও মন্তব্য করেছিল তারা। যুক্তরাষ্ট্র তাদের রফতানিতে যে বিধিনিষেধ দিয়েছে তার লক্ষ্য হচ্ছে বাণিজ্যিক ইলেকট্রনিক পণ্য, কম্পিউটার ও বিমানের যন্ত্রাংশের মতো গুরুত্বপূর্ণ পণ্যের রাশিয়ার প্রবেশাধিকার আটকে দেয়া।

ওয়াশিংটনের উদ্বেগ, চীন রাশিয়ার এসব পণ্যের ‘ঘাটতি’ মেটাতে সাহায্য করতে পারে। তবে তা যেন না হয় তা নিশ্চিতের উপায় মার্কিন সরকারের আছে বলে ভাষ্য সুলিভানের। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী রয়টার্সকে বলেছেন, কোনো কোম্পানি সেমি কন্ডাক্টরের মতো পণ্য রফতানিতে দেয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ওই কোম্পানিকে শাস্তি দেবে। চীন এখন পর্যন্ত ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানায়নি, তবে তারা এ যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com