যুক্তরাষ্ট্রকে মোকাবেলার যে বার্তা দিল উত্তর কোরিয়া

0

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত আছেন। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার পর তিনি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন।

কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাস্থল পরিদর্শনের পর বলেন, নতুন কৌশলগত অস্ত্র পরীক্ষার মাধ্যমে গোটা বিশ্বকেই উত্তর কোরিয়ার শক্তি সম্পর্কে আরেক দফা বার্তা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহনী যেকোনো হুমকির মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করা হলে ভয়াবহ জবাব দেয়া হবে।

গতকাল দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে দাবি করা হয়, উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এরপর উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এর সত্যতা স্বীকার করা হয়।

উত্তর কোরিয়ার নয়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। জাতিসঙ্ঘ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com