‘যুদ্ধের মধ্যে ২ হাজার ইউক্রেনীয় শিশু অপহরণ করেছে রাশিয়া’

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে রুশ সৈন্যরা দুই হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে।

বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে এক ভার্চুয়াল বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জানি না আমাদের শিশুরা কোথায়।’

জেলেনস্কি আরো বলেন, রুশ সামরিক বাহিনী মানবিক সহায়তা বহনকারী গাড়ি বহর লক্ষ্য করে গুলি ছুঁড়ছে এবং বেসামরিক লোকদের সরিয়ে নিতে নিরাপদ করিডরে নারী ও শিশুদের লক্ষ্য করেও হামলা করছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com