পুতিন ইউক্রেনকে পরাধীন করতে পারবেন না: জনসন

0

প্রায় এক মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের এ হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা বের হয়ে এলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, যুদ্ধে ইউক্রেন অবশ্যই জিততে পারে, পুতিন ইউক্রেনকে পরাধীন করতে পারবেন না।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির নিউজনাইটের নিক ওয়াটের সঙ্গে কথা বলার সময় বরিস জনসন বলেন, ‘আমি মনে করি না এটি সহজ হবে। পুতিন ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন বা পরাজিত হয়েছেন বলে টের পাওয়া যাচ্ছে। কারণ আমি মনে করি, সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনীয়রা যে প্রতিরোধ করতে চলেছে সে বিষয়ে আক্ষরিক অর্থেই তার কোনো ধারণা ছিল না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিন ইউক্রেন সম্পর্কে সম্পূর্ণরূপে ভুল বুঝেছিলেন এবং জাতি হিসেবে ইউক্রেনকে ধ্বংস করা তো দূরের কথা, তিনি এটিকে আরও শক্ত করেছেন।’

অবশ্য যুদ্ধ বন্ধে কিয়েভ-মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই উভয়পক্ষ বেশ কয়েক দফায় বৈঠক করেছে। এসব আলোচনা বা বৈঠক থেকে কার্যত কোনো ফলই আসেনি। আর তাই বরিস জনসন বলছেন, পুতিন যে সত্যিই শান্তি চান, সে বিষয়ে তিনি ‘আশাবাদী নন’।

তিনি বলেন, ‘আমি মনে করি তিনি ডাবল ডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার চেষ্টা করেছেন ঠিক যেভাবে তিনি সবসময় করার চেষ্টা করেছেন এবং আমি মনে করি এটি একটি দুঃখজনক ভুল।’

উল্লেখ্য, বরিস জনসন এখানে চেচেন শহর গ্রোজনির কথা উল্লেখ করেছেন। ১৯৯৯-২০০০ সালে রাশিয়া এই শহরটিতে প্রচণ্ড বোমাবর্ষণ এবং অবরোধ করেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com