এবার রাশিয়ার বোমায় নিহত দেশত্যাগী রুশ সাংবাদিক

0

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন একজন দেশত্যাগী রুশ সাংবাদিক। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ইউক্রেনের শহর লাভিভ ও কিয়েভ থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। রুশ হামলায় শহরের ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ করছিলেন তিনি।

ওকসানা বাউলিনা নামের ওই সাংবাদিক অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডারে কাজ করতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য ইনসাইডার।

ওই হামলায় বাউলিনার সাথে থাকা আরো একজন নিহত হন, আহত হয়েছেন অপর দু’জন। এ নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচ জনে।

বিবিসি জানায়, বাউলিনা এর আগে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। সে সময়ই রাশিয়া ছাড়তে হয় তাকে। গত বছর রুশ সরকার ওই ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে এবং একে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

সে সময় ফাউন্ডেশনের কর্মীদের অনেককেই বিদেশে পালিয়ে যেতে হয়েছিল।

মৃত্যুর আগে গত কয়েকদিনে কিয়েভ ও লাভিভ থেকে একাধিক রিপোর্ট পাঠিয়েছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দ্য ইনসাইডার।

এর আগে কিয়েভে রুশ হামলায় ইউক্রেনের টিভি চ্যানেল ‘লাইভ’ এর সাংবাদিক ইয়েভেনি সাকুন নিহত হন। মার্কিন সাংবাদিক ব্রেন্ড রেনড নিহত হন কিয়েভের কাছের শহর ইরপিনে। কিয়েভ প্রবেশের পথে নিহত হন ফক্স নিউজের দুই সাংবাদিক পিয়েরে জাকরজেওয়াস্কি এবং ওলেকজান্দ্রা কুভশিনোভা। আর সর্বশেষ সাংবাদিক হিসেবে প্রাণ হারালেন ওকসানা বাউলিনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com