পুতিনের বর্বরতা হিটলারের ইহুদি নিধনের সঙ্গে তুলনীয়: জেলেনস্কি

0

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলাকে হিটলারের নাৎসি বাহিনীর ইহুদি নির্মূলকরণ অভিযানের সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি। একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘‘আমি আলোচনার মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার হানাদারি বন্ধ করতে চাই।’’

তিনি বলেন, শান্তি আলোচনা যদি ব্যর্থ হয়, তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। রাশিয়ার তরফে সোমবার জানানো হয়েছে, শান্তি আলোচনায় এখনও তেমন কোনও অগ্রগতি ঘটেনি।

সেনা এবং সাধারণ নাগরিকদের মারিয়ুপোল ছেড়ে যাওয়ার জন্য মস্কো ‘নিরাপদ পথ’ দেওয়ার কথা জানালেও সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

গত দু’সপ্তাহ ধরে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোলে ধারাবাহিক আক্রমণ চালিয়েও দখল করতে পারেনি রাশিয়া। বহু সেনা এবং অসামরিক মানুষের মৃত্যুর পরেও ভেঙে পড়েনি প্রতিরোধ। এই পরিস্থিতিতে শহরের প্রতিরক্ষায় নিযুক্ত সেনা এবং সাধারণ নাগরিকদের মারিয়ুপোল ছেড়ে যাওয়ার জন্য পুতিন সরকার ‘নিরাপদ পথ’ দেওয়ার কথা জানালেও সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com