রাশিয়ার বিরুদ্ধে এখনই নতুন কোন নিষেধাজ্ঞা নয়: ইইউ

0

রাশিয়ার বিরুদ্ধে এখনই নতুন আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল।  বেলজিয়ামের ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন জোসেফ বোরেল।

বিবিসির খবরে বলা হয়েছে, জোসেফ বোরেল বলেন, ‘আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমার ধারণা, চলতি সপ্তাহে এমন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসবে না।’

তবে জোসেফ বোরেল এও বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ইইউর দেশগুলোর নেতারা ব্রাসেলসে বৈঠকে বসবেন। রাশিয়ার বিরুদ্ধে ‘আর কী পদক্ষেপ নেওয়া হবে’ এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

জোসেফ বোরেল বলেন, রাশিয়ার বিরুদ্ধে এমন সব ‘কার্যকর পদক্ষেপ নিতে হবে’ যেসব পদক্ষেপ নিলে ইইউর সদস্য দেশগুলো এমন ক্ষতির সম্মুখীন হবে না যে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com