মহামারী এখনো শেষ হয়ে য়ায়নি, ডব্লিউিএইচও-র সতর্কতা

0

ওমিক্রনের হানায় বিশ্বজুড়ে ফের জেঁকে বসেছে করোনা। ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মহামারী শেষ হয়ে যায়নি। ওমিক্রন ধরন হালকা মাত্রার অসুস্থতা বলে যে ধারণা রয়েছে, সেটি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর ওমিক্রন নিয়ে সতর্কতামূলক বক্তব্য দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

স্থানীয় সময় মঙ্গলবার শুধু ফ্রান্সেই করোনা শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ইউরোপের দেশ জার্মানিতে প্রথমবারের মতো এক দিনে লক্ষাধিক শনাক্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেনমার্কে ৩৩ হাজার ৪৯৩ জন, ইতালিতে ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন করোনায় শনাক্ত হয়েছেন।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে ওমিক্রন ধরনে বিশ্বজুড়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে এক কোটি ৮০ লাখ মানুষ।

সবাইকে সতর্ক করে ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘কোনো ভুল করবেন না। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে।’

ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘আমি বিশেষভাবে সেসব দেশগুলোকে নিয়ে চিন্তিত যে দেশগুলোতে টিকা প্রয়োগের হার কম। টিকা না দেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়ার আশঙ্কা অনেক গুণ বেশি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com