ভাঙন আর ১০০ ফুট অতিক্রম করলে নদীগর্ভে বিলীন হবে ১৭ গ্রাম

0

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীভাঙনের কবল থেকে রক্ষা ও বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ১৭ গ্রামের মানুষ।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। এতে নদী-তীরবর্তী ১৭টি গ্রামের কয়েক হাজার নারী- পুরুষসহ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

jagonews24

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ বছরে ধলেশ্বরীর ভাঙনে হাজার হাজার কৃষিজমি নদীগর্ভে বিলিন হয়েছে। কোনো উপায় না পেয়ে গ্রামবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তাও কোনো কাজে আসছে না। ভাঙন আর ১০০ ফুট অতিক্রম করলে গ্রামের পর গ্রাম ভাঙনের শিকার হবে। এতে নদী-তীরবর্তী ১৩ হাজার বাসিন্দা আশ্রয়হারা হবেন।

তারা আরও বলেন, আগামী বর্ষার আগে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না করা গেলে নদীগর্ভে বিলীন হতে পারে বাড়িঘর, স্কুল, মসজিদ, হাটবাজার। এজন্য বর্ষার আগেই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

River-(3).jpg

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com