বাস-ট্রাক সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত, আহত ৩০
ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকার নাম কামরুন্নাহার। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের কান্ট্রাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কুশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. জামিল হোসেনের বোন।
পারবারিক সূত্র জানায়, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার স্কুলের কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাওয়ার জন্য মহিষাশী বাজার বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে ওঠেন। বাসটি আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া নামক স্থানে পৌঁছলে একটি দ্রুতগতির মাটিভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ওই স্কুলশিক্ষিকা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩০ যাত্রী। এদের মধ্যে নারী ও শিশুসহ ছয়জনের অবস্থা গুরুতর।
ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।