আলতাফ চৌধুরীর বাসভবনে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীস্থ বাসভবনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওয়াহিদ সরোয়ার কালাম জানান, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের বাধার মুখে র্যালি ও বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কর্মীরা চলে যায়। এ সময় ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আলতাফ হোসেন চৌধুরীর শেরে বাংলা সড়কস্থ বাসভবন সুরাইয়া ভিলার প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ছাত্রলীগ নেতা-কর্মীরা মূলভবনের কলাপসিবল গেট ভেঙে বাসভবনের ভিতরে ঢুকে টেবিল, চেয়ারসহ আসবাবপত্র এবং বাসভবনের ভেতরে ও বাইরের জানালার থাই গ্লাস ব্যাপক ভাঙচুর করে। ছাত্রলীগ কর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে ঘণ্টখানেক তাণ্ডব চালয়। হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতারা।