আলতাফ চৌধুরীর বাসভবনে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

0

বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীস্থ বাসভবনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওয়াহিদ সরোয়ার কালাম জানান, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের বাধার মুখে র‌্যালি ও বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কর্মীরা চলে যায়। এ সময় ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আলতাফ হোসেন চৌধুরীর শেরে বাংলা সড়কস্থ বাসভবন সুরাইয়া ভিলার প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ছাত্রলীগ নেতা-কর্মীরা মূলভবনের কলাপসিবল গেট ভেঙে বাসভবনের ভিতরে ঢুকে টেবিল, চেয়ারসহ আসবাবপত্র এবং বাসভবনের ভেতরে ও বাইরের জানালার থাই গ্লাস ব্যাপক ভাঙচুর করে। ছাত্রলীগ কর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে ঘণ্টখানেক তাণ্ডব চালয়। হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com