প্রেসিডেন্ট এরদোগানের গাড়ি থামিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করল তুর্কি পুলিশ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের গাড়িবহর থামিয়ে রোগীর জীবন বাঁচাতে ব্যস্ত রাস্তায় অ্যাম্বুলেন্সকে মসৃণভাবে পথ তৈরি করে দিয়েছে দেশটির এক ট্রাফিক পুলিশ সদস্য। কয়েক সেকেন্ডের মধ্যে সেখান দিয়ে দ্রুত বেরিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এরপর ওই গাড়িবহরও চলাচল শুরু করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিও হৃদয় জিতে নেন লাখ লাখ মানুষের। তুর্কি জাতি ও দেশটির প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে ফেসবুকে উচ্ছ্বসিত লাখো মানুষ। ওই ঘটনার পর ডিজিটাল যুগে ভিভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এ ঘটনা সবার কাছে অনন্য নজির হয়ে থাকবে।